প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের সেরা চারে জিদানসেক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুন ২০২১, ১৩:৪৫

ফ্রেঞ্চ ওপেন প্রতিযোগিতার নারী এককে পাওলো বাদোশার বিপক্ষে ৭-৫, ৪-৬ এবং ৮-৬ ব্যবধানে জিতে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছেন তামারা জিদানসেক। ব্যক্তিগত ক্যারিয়ারে তো বটেই স্লোভানিয়ার মধ্যে তিনিই প্রথম ফেঞ্চ ওপেনের সেরা চারে উঠার যোগ্যতা অর্জণ করলেন।

১৯৯১ সালে স্লোভোনিয়ার স্বাধীনতার আগে যুগোস্লাভিয়ার হয়ে মিমা জাউসোভেচ ফরাসি ওপেন জিতেছিলেন ১৯৭৭ সালে। সেই সঙ্গে পাঁচটি গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালেও ওঠেন তিনি। ফলে স্বাধীন স্লোভেনিয়ার হয়ে নতুন কীর্তি গড়লেন তামারা।

সেমিতে ওঠার পর তামারা জিদানসেক বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। এই প্রথম কোনো সেমিতে উঠতে পারলাম।’তামারা এর আগে কখনোই কোনো গ্র্যান্ড স্লামের দ্বিতীয় রাউন্ডের বেশি যেতে পারেননি।

তিনি আরো বলেন, ‘দ্বিতীয় সেটের শেষের দিকে সমস্যায় পড়েছিলাম। তবে তৃতীয় সেটে ছন্দ ফিরে পেয়েছি।’

ফাইনালে উঠার লড়াইয়ে তিনি খেলবেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৩১ নম্বরে থাকা রাশিয়ান খেলোয়াড় আনাস্তাসিয়া পাবলিচেনকোভার বিপক্ষে।

পাবলিচেনকোভা কোয়ার্টার ফাইনালে পরাজিত করেছেন তারই দেশের এবং তারই ডাবলসের জুটি এলেনা রিবাকিনাকে। প্রথম সেটে এগিয়েও গিয়েছিলেন রিবাকিনা। কিন্তু তাঁর ডাবলস সঙ্গী দ্বিতীয় সেট থেকে ঘুরে দাঁড়ান। শেষ পর্যন্ত ৬-৭ (২), ৬-২, ৯-৭ জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করে ফেলেন তিনি। গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে এই নিয়ে ৫২বার চেষ্টা করে সেমিফাইনালে উঠলেন পাবলিচেনকোভা।

৫২টি প্রচেষ্টার পর তিন সেটের ম্যাচে স্বদেশী রিবাকিনাকে পরাজিত করেন তিনি। পাবলিচেনকোভাও এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের সেমিতে উঠলেন।

(ঢাকাটাইমস/০৯জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :