সিংড়ায় করোনা রোধে প্রশাসনের কড়া নজরদারি

প্রকাশ | ০৯ জুন ২০২১, ১৭:১১

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় লকডাউনের প্রথম দিনে নাটোরের সিংড়া পৌর এলাকায় বিধিনিষেধ বাস্তবায়নে নজরদারি বাড়িয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার ভোর থেকে সিংড়ার পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, ইউএনও এম.এম সামিরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসানকে রাস্তার মোড়ে মোড়ে দাড়িয়ে সাধারণ মানুষকে ঘরে ফিরতে অনুরোধ করতে দেখা গেছে। এসময় সরকারি আদেশ অমান্য করায় ১৮ জন পথচারী ও ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেন ইউএনও ও এসিল্যান্ড। এছাড়াও শহরে প্রবেশের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

এদিকে, অসুস্থ রোগীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় সেবামূলক কার‌্যক্রমের উদ্যোগ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী জানান, তিনিসহ পুলিশের সাতটি টিম মাঠে রয়েছে।

সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসাধারণকে সুরক্ষিত রাখতে পৌর পরিষদ ও উপজেলা প্রশাসন একযোগে মাঠে কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম জানান, করোনা সংক্রমণ রোধে পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ ছাড়াও সাপ্তাহিক সোম ও বৃহস্পতিবারের হাট বন্ধ ঘোষণা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮জুন/পিএল)