গাইবান্ধায় বোমা সদৃশ্য বস্তুটি নিষ্ক্রিয় করল র‌্যাবের বিশেষজ্ঞ দল

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ জুন ২০২১, ১৪:২৭ | প্রকাশিত : ০৯ জুন ২০২১, ২১:১০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষক লীগ নেতার বাড়ি থেকে উদ্ধার টাইম বোমা সদৃশ্য বস্তুটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে রংপুরের র‌্যাব-১৩ এর বোমা বিশেষজ্ঞ দল। তবে কে বা কারা কৃষক লীগ নেতার বাড়িতে বোমা সদৃশ্য বস্তুটি রেখে গেছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্ম এলাকার ফাঁকা মাঠে বোমা সদৃশ্য বস্তুটি নিষ্ক্রিয় করা হয়।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রামের মেহেদী হাসান নামে এক ওয়ার্ড কৃষক লীগের সভাপতির নির্মাণাধীন বাড়ি থেকে বস্তুটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, বস্তুটি আসলে বোমা বা বোমা জাতীয় কোনো বিস্ফোরক দ্রব্য কি না তা জানতে তিন-চার দিন সময় লাগবে।

এছাড়া বিশেষজ্ঞ দলের কেউ এটা নিয়ে মিডিয়ায় কথা বলতে রাজি হননি।

মাঝারি শব্দে বস্তুটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম।

পুলিশ কর্মকর্তা জানান, সকালে মেহেদী হাসানের একটি নির্মাণাধীন ঘরের বারান্দায় টাইমবোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধারের পর থানায় আনা হয়। পরে রংপুরের বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়। তারা এসে বস্তুটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।

বস্তুটি রংপুরে নিয়ে বিশেষজ্ঞ দল সেটি পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানাবে।

তিনি বলেন, বস্তুটি দেখতে টাইমবোমা আকৃতির। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তাছাড়া জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/০৯জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :