খুলনা বিভাগের ১১৯ ইউপি নির্বাচন স্থগিত

প্রকাশ | ১০ জুন ২০২১, ১৪:২২ | আপডেট: ১০ জুন ২০২১, ১৫:০৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় খুলনা বিভাগের ১১৯ ইউপিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার দুপুরে কমিশনের সভায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় গত ১ এপ্রিল দেশে সব ধরনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। স্থগিত হওয়া নির্বাচনগুলো ধাপে ধাপে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

খুলনার ১১৯ ইউপিতে আগামী ২১ জুন ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু বিভাগটিতে প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকায় সেখানে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। প্রথম ধাপের বাকি ইউপি ও শূন্য আসনের ভোটের বিষয়ে বিকাল তিনটায় সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে।

ঢাকাটাইমস/১০জুন/এমআর