সূচক বাড়লেও লেনদেনের মিশ্র প্রবণতায় শেষ হলো সপ্তাহ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুন ২০২১, ১৪:৪৪

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও মিশ্র প্রবণতা দেখা গেছে লেনদেনে। তবে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন ৩১ কোটি টাকা কমলেও ৩৯ কোটি টাকা লেনদেন বেড়েছে সিএসইতে।

ডিএসই এবং সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে দুই হাজার ৬৬৯ কোটি ২৫ লাখ ৯৬ হাজার টাকা। এর আগে বুধবার ডিএসইতে দুই হাজার ৭০০ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বৃহস্পতিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ১১৪ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৭৭ টাকা। যা আগের দিনের তুলনায় ৩৯ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩১৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮১টির। কমেছে ১১৩টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৬৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২০৫ পয়েন্টে।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৬১৬ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৬১৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ১১৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮৩ পয়েন্টে। সিএসআই ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭ পয়েন্টে।

(ঢাকাটাইমস/১০জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বয়কটের ডাকে অর্ধেকে নেমেছে তরমুজের দাম, তবুও ক্রেতা নেই

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :