নগর পরিকল্পনায় ঢাকা কি এগুবে ?

সাঈদ চৌধুরী
 | প্রকাশিত : ১০ জুন ২০২১, ১৫:০৫

বাসযোগ্যতা নিয়ে ঢাকার বিষয়ে প্রশ্ন আজকের নয়। অনেক দিন থেকেই ঢাকা শহর আমাদের প্রাণের শহর হলেও আমরা আসলে ঢাকাকে পরিকল্পনার সঠিক প্রণয়নের জায়গায় আনতে পারিনি।

ঢাকা শহরটি মূলত একটি শহর হলেও এর পুরো ধরণে একে এক ধরণের অপরিকল্পিত ঘর বলা যায়। অনেকটা বিচ্ছিন্ন পরিকল্পনার পুরো প্রকাশের মাধ্যমে অগোছালো টেবিলে কিছু স্বচ্ছ কাচের পাত্র আর কয়েকটা সবুজ বৃক্ষ রাখলে যেমন দেখা যায় ঢাকাও ঠিক তেমনি একটি শহর।

ঢাকা শহরে কি নেই? সব থাকার এ শহরে কোনো সেবা থাকলেও সে সেবা পাওয়ার জন্য তেমন কোনো সুবিধা এখানে নেই। আপনার যদি হঠাৎ ইচ্ছে করে আপনি একটু সবুজে ঘুরবেন, বুক ভরা নিঃশ্বাস নেবেন তবে আপনাকে যেখানে যেতে হবে সেখানে যেতে হলেও আপনার সময় লাগবে দু থেকে আড়াই ঘন্টা। এতে আপনার মন নষ্ট হয়ে যাবে, ঘেমে ঘুমে আপনি আবার বাড়িতে ফিরতেও বাধ্য হতে পারেন।

এ শহরে নাটক হয়, থিয়েটার হয়, বার আছে, হোটেল আছে, রাস্তায় ফুটপাতে খাবার আছে, অফিস আছে, বিদ্যালয় আছে, আছে পানির ফোয়ারা!

সবই এত কৃত্তিম যে এখানে কোনো প্রাকৃতিক সম্পদের আনন্দ পেতে হলে রীতিমত সংগ্রাম করতে হয়। কিছু বিদ্যালয়, কয়েকটি উদ্যান আর মসজিদ ছাড়া বাড়িঘরে, রাস্তার ধারে, খোলা মাঠের কোথাও গাছ নেই! ঢাকার অক্সিজেন হঠাৎ একদিন যদি পুড়ে যায় তবে এ শহর সভ্যতা ধ্বংসের উদাহরণ হয়ে থাকতে পারে!

এ শহরের ডাটা বেইজে যত তথ্য আপনার সামনে তুলে আনা হবে সবই একসময় গিয়ে আপনাকে চিন্তায় ফেলে দিতে বাধ্য! শহরের একই প্রান্তে কেমিক্যালের গোডাউন আছে আবার সেখানে এমন শিল্প আছে যেখানে বয়লারও আছে!

ভূগর্ভস্থ পানি তুলে এই শহরে খাওয়ার পানির যোগান দেয়া যায় আবার এখানেই আছে পানি মূল হিসেবে ব্যবহার হয় এমন শিল্পও। এখানে সরকারি অফিস আছে অথচ সে অফিসের পাশেই গড়ে উঠেছে ময়লার ভাগাড়, অনিয়ন্ত্রিত শব্দের কোনো কারখানা অথবা সার্টিফিকেট বিহীন কোনো কোম্পানি!

যদি বলা হয় ঢাকার অক্সিজেন আসে কোথা থেকে। সঠিক উত্তর খুঁজতে আপনাকে যেতে হবে গাজীপুরের ভাওয়াল গড় অথবা রমনা অথবা দক্ষিণে বা পশ্চিমের কোনো গ্রামের দিকেই! নদীগুলো দিয়ে প্রবাহিত হচ্ছে বিষের তরল! বিল্ডিংগুলোর বিএমএস সিস্টেম এতটাই দুর্বল যাতে বলা হচ্ছে সাত মাত্রার ভূমিকম্প হলে ভেঙ্গে পারে অধিকাংশ দালান!

স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ঢাকার অবনমন চোখে পড়ার মতো। আধুনিক স্বাস্থ্য সেবার জন্য হয়ত মেশিন বিভিন্ন হাসপাতালে আছে কিন্তু কতজন লোকের বিপরীতে তা এটা জানা নেই অনেকের।

যাই হোক ঢাকা কেন বাসযোগ্য নয় তা আমরা সকলেই বুঝতে পারছি। ঢাকার বিষয়ে অনেক পরিকল্পনার কথাও আমরা দেখতে পাচ্ছি। এখন সরকারও অনেক কিছু করতে চাইছে। কিন্তু দিন শেষে ঢাকাকে আমরা সত্যিই কি আদুনিক কোনো নগরে পৌছুতে পারবো ? চলবে ...

লেখক: গবেষক ও লেখক

ঢাকাটাইমস/১০জুন/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :