ঢাকা মেডিকেলে র‌্যাবের হানা, ২৪ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ জুন ২০২১, ১৯:৩০ | প্রকাশিত : ১০ জুন ২০২১, ১৫:২৬

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে দালালমুক্ত করতে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। হাসপাতালের ভেতর ও বাইরে অভিযান চালিয়ে মোট ২৪ জনকে আটক করেছে পুলিশের এই এলিট ফোর্সটি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান শুরু করে র‌্যাব। এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

আটককৃতরা হলেন-ঝিনাইদহ জেলার শাহ আলম (২৭), কুমিল্লার টুটুল (৩০), আলমগীর হোসেন (২৪), আমির হোসেন (৪০), শাহীন আলম রকি(২৯), ও মিন্টু মিয়া (৩৫), মুন্সিগঞ্জের নুরুল আমিন (৩২), রাইমুদ্দিন উদ্দিন (৪৩), জামাল হোসেন (২৬), হৃদয় হাওলাদার (২৪) ও বিল্লাল আলী (২৬), নোয়াখালীর জামাল উদ্দিন (৫০), ওসমান গনী (৩৫), পিরোজপুরের সুধাংসু মন্ডল (৪০), ব্রাহ্মণবাড়িয়ার ফরহাদ খান (২৭), ঢাকার ফাহিম (২৯) ও হৃদয় (২৭), জামালপুরের মামুন (৩০), নারায়নগঞ্জের মামুন (২০), ও জাহাঙ্গীর হোসেন (৩৮), চাঁদপুরের আলাউদ্দিন সবুজ (৩৫), টাঙ্গাইলের রাসেল হোসেন (২৬), এবং জয়পুরহাট জেলার মিজানুর রহমান (৫০)।

ম্যাজিস্ট্রেট পলাশ কুমার জানান, দালালচক্রের সদস্যরা অ্যাম্বুলেন্স থেকে রোগী নামাতে গেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনদের ব্রেনওয়াস করে তাদের বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এবং সরকারি মেডিকেলের চিকিৎসকদের কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

অভিযোগের ভিত্তিতে সকাল ১১টার দিকে ঢামেকের পরিচালককের প্রতিনিধি ও র‌্যাব-৩ এর সহযোগিতায় অভিযান চালানো হয়। তিন ঘণ্টার অভিযানে বিভিন্ন ওয়ার্ড থেকে মোট ২৪ দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাসের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তদের কেউ কেউ আগেও আটক হয়েছিল বলে জানান র‌্যাবের এই ম্যাজিস্ট্রেট।

ঢাকা মেডিকেল কলেজের সহকারী পরিচালক ড. আশরাফুল আলম বলেন, ‘আমরা নিয়মিত মনিটরিং করছি। আজকের অভিযানটিও মনিটরিংয়ের একটা অংশ। আমাদের এই মনিটরিং চলমান থাকবে।

(ঢাকাটাইমস/১০জুন/আরকে/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :