অধিনায়কত্বের আশায় ছিলাম : যুবরাজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ জুন ২০২১, ১৭:৩৫ | প্রকাশিত : ১০ জুন ২০২১, ১৬:৩৮

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ১৮ বছর ধরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেও কখনো দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়নি যুবরাজ সিংহের। এতদিন এ বিষয়ে চুপ থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন এই ক্রিকেট কিংবদন্তি। অধিনায়কত্বের জন্য মুখিয়ে ছিলেন তিনি, কিন্তু সুযোগ পাননি। উল্টো ভারতের দায়িত্ব দেয়া হয় মাহেন্দ্র সিং ধোনিকে।

ভারতীয় এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়াকালে যুবরাজ বলেন, ‘ভারত তখন(২০০৭) পঞ্চাশ ওভারের বিশ্বকাপ হেরে গিয়েছিল। দেশের ক্রিকেটে তখন বড় ধাক্কা ও পালাবদল চলছিল। ইংল্যান্ড সফরের মাত্র দুই মাস এবং এর এক মাস পরই ছিল দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড সফর। এগুলোর পরই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই প্রায় চার মাস দেশের বাইরে থাকতে হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘তাই সিনিয়ররা ভেবেছিলেন তাদের একটা বিরতি দরকার। কারণ কেউই তখন টি-টোয়েন্টি বিশ্বকাপটা গুরুত্বের সঙ্গে নেয়নি। তো সেই বিশ্বকাপে আমি ভারতের অধিনায়কত্ব করার আশায় ছিলাম। কিন্তু পরে ঘোষণা দেয়া হয় যে, এমএস ধোনি অধিনায়ক থাকবে।’

তবে কখনো দরকে নেতৃত্ব দেয়ার সুযোগ না পেলেও নিজের খেলার গতি ঠিকই ধরে রেখেছিলেন টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধ-শতকের মালিক। এরই ফলস্বরুপ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, অভিষেকের পর ৪০টি টেস্ট ম্যাচ খেলে ১৯০০ রান করার পাশাপাশি ৯টি উইকেট নিয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার। এদিকে ওয়ানডে ক্রিকেটে তো ব্যাটে-বলে তার জয় জয়কার। ৩০৪ ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে করেছেন ৮৭০১ রান। আর উইকেট নিয়েছেন ১১১টি। এছাড়া ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচে ১১৭৭ রানের পাশাপাশি ২৮টি উইকেট নিতে সক্ষম হয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/১০জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :