নতুন ইতিহাস অ্যান্ডারসনের

প্রকাশ | ১০ জুন ২০২১, ১৭:৩৯ | আপডেট: ১০ জুন ২০২১, ১৮:১৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

দুই মাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে ইংল্যান্ড। এই ম্যাচে দেশের জার্সিগায়ে খেলতে নেমেছেন পেসার জেমস অ্যান্ডারসন। আর এর মধ্য দিয়েই ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলার ইতিহাস গড়লেন তিনি।

ইংল্যান্ডের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১৬২ টেস্ট খেলার কীর্তি গড়েছেন এই পেসার। এর আগের রেকর্ডটি ছিল স্যার অ্যালিস্টার কুকের। তিনি ইংলিশদের হয়ে ১৬১টি টেস্ট খেলেছেন।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে তৃতীয় স্থানে আছেন আরেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। দেশের হয়ে এখন পর্যন্ত ১৪৮ টেস্ট খেলেছেন এই পেসার। ১৩৩ টেস্ট খেলে চার নম্বরে আছেন অ্যালেক স্টুয়ার্ট।

এদিকে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়েছে স্বাগতিকদের। ওপেনিং জুটিতে এখন পর্যন্ত বিনা উইকেকে ৫০ রান সংগ্রহ করেছে জো রুট বাহিনী। ২৫ রানে শিবলে এবং ২৩ রানে ররি বার্নস অপরাজিত রয়েছেন।

উল্লেখ্য, এর আগে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে।

(ঢাকাটাইমস/১০জুন/এমএম)