ভোগ নয়, ত্যাগ চাই

প্রকাশ | ১০ জুন ২০২১, ১৮:৫৭

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

হৃদয়ের কান পেতে শোনো হে মুমিন!

তুমি কি পালন করো রাসূলের দ্বীন?

যে শিক্ষা দিলো নবীর জীবন চরিত,

তোমার কি আছে সেই আমলের ভিত?

 

জায়নামাজে বসে মোনাজাতে চাও শুধু জান্নাত,

কোথায় তোমার নবীর শিক্ষা, ফরজ আর সুন্নাত?

মানুষের হক কতটুকু তুমি আদায় করেছো বলো,

সে হিসেব করে আল্লাহর হক আদায়ের পথে চলো।

আল্লাহর হক, মানুষের হক- এ দুয়ের মানে বুঝে,

মানুষের মাঝে তোমার যে বেহেস্ত— ওটা নাও আগে খুঁজে।

 

পারবে কি তুমি সহজ সরল দুটি প্রশ্নের দিতে জবাব,

ভেবে দেখো নিজে রাতের গভীরে,

করে দেখো দেখি সেই হিসাব।

যে মহানবীর উম্মত তুমি

তার ঘরে কি তিনি কোনোদিন

খাবার মজুদ রেখেছেন?

 

তার ঘরে যেদিন খাবার থাকতো

সেদিন কি তাঁর কোনো প্রতিবেশি

অনাহারে কেউ থেকেছেন?

তাহলে তুমি কোন অধিকারে,

মালামাল লুকাও গুদামের আঁধারে?

মজুদদারিতে পাকালে যে তুমি মোনাজাত করা হাত,

আবার তুমি কেঁদে কেঁদে চাও আখেরাতে জান্নাত!

 

তিন বেলা তুমি পেট ভরে খেয়ে;

প্রতিবেশিদের খবর না লয়ে-

আখেরাতে তুমি কোন পরিচয়ে

নবীর সামনে দাঁড়াবে?

তাঁর করুণার শাফায়াত পেতে,

কাওসার-এর পেয়ালাটা নিতে

কোন অধিকারে বলো হে মুমিন,

লজ্জিত হাত বাড়াবে?

 

তুমিতো জানোই, দুনিয়ার ভোগ

আল্লাহ-রাসূলের নয় প্রিয়,

পরের জন্যে সুখ ত্যাগ করে

জান্নাতি হবার সুখ নিও।

না হলে তোমার কোটি এবাদত সবি হবে নিস্ফল,

আখেরাতে তোমার পাল্লায় রবে শূন্যের ফলাফল।