সিংড়ায় হাট-বাজার বন্ধ ঘোষণা

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুন ২০২১, ১৯:২৪

নাটোরের সিংড়ায় লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর বিধি-নিষেধ চোখে পড়েছে। বৃহস্পতিবার সাপ্তাহিক হাটবার থাকলেও আগের রাতেই প্রশাসনের নির্দেশে কাঁচা বাজার, গরু-ছাগল, ধানসহ সকল হাট-বাজার মাইকিং করে বন্ধ ঘোষণা করে হাট ইজাদার কর্তৃপক্ষ।

সকাল থেকেই শহরের প্রবেশ মুখগুলোতে পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস ও থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকীকে পুলিশি চেক পোস্ট বসিয়ে তদারকি করতে দেখা যায়। পরে দুপুরে সরকারি আদেশ অমান্য করায় ১৫ জন পথচারী ও ব্যবসায়ীকে নয় হাজার একশত টাকা জরিমানা করেন ইউএনও এম.এম সামিরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান।

এদিকে গত ৫দিনে করোনা টেস্টে অর্ধশত করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে নিশ্চিত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :