বাগেরহাটে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুন ২০২১, ১৯:৫৮

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৬১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ১৫৫টি নমুনা পরীক্ষায় ৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার প্রায় ৩৯ শতাংশ। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলায় গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের পজিটিভ হয়েছে। মোংলায় সংক্রমণের হার ৬৮ শতাংশ। যা গত দিনের তুলনায় ১০ শতাংশ বেশি বলে জানিয়েছে স্বাস্থ্যবিভাগ। বাগেরহাটে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকহারে বাড়লেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা নেই। জনসমাগমের কেন্দ্রস্থল হাট-বাজারগুলোতে আসা ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। তারা না পরছেন মুখে মাস্ক, না মানছেন শারীরিক দূরত্ব। এতে সংক্রমণের হার আরও বাড়বে বলে ধারণা করছে স্বাস্থ্যবিভাগ।

এদিকে, জেলার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় প্রশাসনের কঠোর বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। গত ৩০ মে থেকে মোংলায় কঠোর বিধি-নিষেধ চলমান রয়েছে।

সচেতনমহল বলেন, বাগেরহাটে করোনা সংক্রমণ দিনদিন বেড়েই চলছে। হাটবাজারে আসা সাধারণ মানুষ ও বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটা করছেন। এভাবে চলবে সংক্রমণ আরও বাড়বে। প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানান তারা।

বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ও করোনা ভাইরাসের তথ্য কর্মকর্তা সুব্রত দাস বলেন, বাগেরহাটে সংগ্রহ করা ১৫৫টি নমুনার মধ্যে ৬১টি পজিটিভ হয়েছে। জেলায় আক্রান্তের হার ৩৯ শতাংশ। সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলাতে সংক্রমণের হার ৬৮ শতাংশ। যা গত ২৪ ঘন্টার তুলনায় ১০ শতাংশ বেশি। মোংলা উপজেলায় প্রতিদিন সংক্রমণের হার ওঠানামা করছে। বাগেরহাটে করোনা সংক্রমণেরহার উদ্বেগজনক। জনসমাগমের স্থলগুলোতে মানুষের স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। তাদের মধ্যে সচেতনতার অভাব এখনো রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে না চলছে সংক্রমণের হার আরও বাড়ার আশংকা করছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

জেলা প্রশাসক আজিজুর রহমান বলেন, বাগেরহাটের সব উপজেলাতেই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তবে মোংলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। গত ১৫ দিন ধরে ঊর্ধ্বমুখী। এ কারণে মোংলাতে আগামী ১৬ জুন পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ বাড়ানো হয়েছে।

(ঢাকাটাইমস/১০জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :