মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমার জামিন কেন নয়

প্রকাশ | ১০ জুন ২০২১, ২০:১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

চিকিৎসার নামে মারধর করে পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন ময়নাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ফাতেমার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

গত বছরের ৯ নভেম্বর বেলা ১১টায় আদাবরের মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা করাতে গেলে হাসপাতালটির কর্মচারীদের মারধরের পর নিহত হন আনিসুল করিম শিপন। তিনি ৩১তম বিসিএস পুলিশে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। পরদিন শিপনের বাবা ফয়েজ উদ্দিন বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা করেন।

ঘটনার দুই দিন পর গত বছরের ১২ নভেম্বর মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন ময়নাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ফাতেমা আদাবর মাইন্ড এইড হাসপাতালের মালিকপক্ষের একজন পরিচালক। নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন ফাতেমা।

ঢাকাটাইমস/১০ জুন/এআইএম/এমআর