কোচিং ফি না দেয়ায় আটকে গেল সনদ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুন ২০২১, ২১:৪৪

করোনাকালে স্কুলের কোচিং ফি ও অন্যান্য পাওনা দিতে ব্যর্থ হওয়ায় দুই শিক্ষার্থীর সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্র আটকে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এমন অভিযোগ উঠেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা ছাপরা মসজিদ এলাকার সিনথিয়া প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই শিক্ষার্থীর বাবা কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম এলাকা থেকে উপজেলার ছাপরা মসজিদ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন আনিসুর রহমান। স্বামী-স্ত্রী দুজনে চাকরি করে সংসার চালান। ওই এলাকার সিনথিয়া প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে বড় মেয়ে আশরাফি আক্তার অনন্যাকে ৯ম শ্রেণি ও ছোট মেয়ে ঐশী আক্তারকে ৩য় শ্রেণিতে ভর্তি করান। মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে সারাদেশের স্কুল-কলেজ বন্ধ হয়ে যায়। চাকরি হারান আনিসুর রহমানের স্ত্রী। পরে গ্রামের বাড়ি দাদা-দাদির কাছে পাঠিয়ে দেন দুই মেয়েকে। সেখানে কোন সরকারি বিদ্যালয়ে ভর্তি করানোর চেষ্টা করেন। সেসময় সিনথিয়া প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে কাগজ চাইতে গেলে অস্বীকৃতি জানান বিদ্যালয়ের পরিচালক শহিদুল ইসলাম। কন্যাদ্বয়ের সার্টিফিকেট ও অন্যান্য কাগজ দেওয়ার পরিবর্তে করোনার সময়ে কোচিং ফি-সহ নানা কারণ দেখিয়ে একটা রশিদ তুলে দেন আনিসুর রহমানের হাতে। অযৌক্তিক সব পাওনা পরিশোধে আনিসুর রহমান দিতে অস্বীকার করলে তার দুই মেয়ের প্রয়োজনীয় সকল কাগজপত্র আটকে দেন ওই বিদ্যালয়ের পরিচালক। পরে নিরুপায় হয়ে আনিসুর রহমান কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

ওই বেসরকারি বিদ্যালয়ের পরিচালক শহিদুল ইসলাম বলেন, সরকার আমাকে বেতন নিতে না করেনি। বেতন তো নেবই।

এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির মোল্লা বলেন, ওই বিদ্যালয়ের কোন বৈধতা নেই। আমরা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারি না। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন ইউএনও স্যার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১০জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :