নকল ওষুধ: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা ২ জনের জেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০২১, ১৪:২০

রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি এলাকায় অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে ৬ প্রতিষ্ঠানকে ২৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে র্যা বের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানার টাকা দিতে না পারায় দুজনকে জেল ও আটটি ওষুধের গোডাউন সিলগালা করা হয়।

শুক্রবার বেলা ১১টার দিকে অভিযানের বিষয়টি ঢাকাটাইমসকে জানিয়েছেন র্যা ব-১০ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজাহার। বেলা ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এ অভিযান।

এএসপি এনায়েত কবির সোয়েব জানান, কোতয়ালি এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুদ ও বিক্রি হয়। এসব প্রতিষ্ঠানকে ধরতে মাঠে নামে র্যা বের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে দেখা যায়, বিদেশি ও নকল ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানা দেয়া প্রতিষ্ঠানগুলো হলো, দোহা সার্জিকাল ছয় লাখ ছয় হাজার টাকা, বাংলাদেশ সার্জিকাল ছয় লাখ দুই হাজার টাকা, অশমী সার্জিকাল নগদ পাঁচ লাখ চার হাজার টাকা, রাজিব এন্টারপ্রাইজ চার লাখ চার হাজার টাকা, মা ফার্মেসি দুই লাখ দুই হাজার টাকা ও শাকিল ব্রাদার্সের কাছ থেকে দুই লাখ দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় জরিমানার টাকা দিতে না পারায় দু জনকে ১ মাস ২২ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া নকল ও অনুমোদনহিন বিদেশি ওষুধ মজুদ করে রাখা আটটি গোডাউন সিলগালা করা হয়।

(ঢাকাটাইমস/৬জুন/এআর/এএ/কেআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

৫০ হাজার টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন

এই বিভাগের সব খবর

শিরোনাম :