সপ্তাহ জুড়ে বেক্সিমকোর লেনদেন হাজার কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০২১, ১৬:০৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। সপ্তাহটিতে কোম্পানিটিি এক হাজার ৮০ কোটি টাকার বেশি লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৩৪১টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য দশ হাজার ৮০ কোটি ৭৩ লাখ ১৬ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৬.৪০ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের আট কোটি তিন লাখ ছয় হাজার ১৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০০ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭ টাকা ৬০ পয়সা।

তৃতীয় স্থানে থাকা পাইওনির ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এক কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৮৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬৩ কোটি ৬৩ লাখ ৮৭ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯৩.৯০ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফরচুন ‍সুজ লিমিটেড ২৫৮ কোটি ৩৭ লাখ ২৪ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড ১৭২ কোটি ৭০ লাখ ৬২ হাজার টাকার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ১৬৯ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার টাকার, ইফাদ অটোস লিমিটেড ১৬৯ কোটি ২৯ লাখ এক হাজার টাকা, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ১৬৬ কোটি ১৭ লাখ ৭১ হাজার টাকা, এনআরবিসি ব্যাংক লিমিটেড ১৬০ কোটি ৩০ লাখ ৩৯ হাজার টাকা এবং গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪৬ কোটি ৮৭ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/১১ জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :