ঢাকায় কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জুন ২০২১, ২১:০২ | প্রকাশিত : ১১ জুন ২০২১, ২০:২০
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর ভাটারা থানার ছোলমাইদ পূর্বপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন জোবাইদা নামে এক গৃহবধূ। কুড়াল দিয়ে স্বামী আবুল কাশেম ওই নারীকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আবুল কাশেমকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ভাটারা থানা সূত্রে জানা যায়, আবুল কাশেম ও জোবাইদার মধ্যে পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া চলছিল। গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কাটাকাটি হয়। পরে জুবাইদাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন আবুল কাশেম।

স্বামীর হাতে স্ত্রী খুনের বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক (অপারেশনস) পীযূষ কুমার সরকার বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রাত দুইটা থেকে আড়াইটার দিকে ঘুমের মধ্যে ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জোবাইদার স্বামীকে আটক করা হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান ঢাকাটাইমসকে বলেন, পারিবারিক কলহের জের ধরে জোবাইদাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেমকে আটক করা হয়েছে। নিহতের স্বজনরা এখনো থানায় আসেনি। তারা থানায় আসলেই মামলা হবে।

ঢাকাটাইমস/১১জুন/এআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্বস্তি নেই মাছ-মাংসে, ফের বাড়ছে আলু-পেঁয়াজের দাম 

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :