সালথায় নির্মাণাধীন ঘর পরিদর্শনে দুই সচিব

সালথা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০২১, ২০:৫৫

মুজিববর্ষ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় ভূমি ও গৃহহীনদের জন্য সরকারের দেওয়া নির্মাণাধীন কয়েকটি ঘর পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন) আবুল বায়েছ মিয়া ও উপ-সচিব শায়লা ইয়াসমিন। শুক্রবার দুপুরে উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি জমির উপর নির্মাণাধীন এসব ঘর পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এসএম ইমাম রাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিব সরকার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে যুগ্ম-সচিব আবুল বায়েছ মিয়া বলেন, আমরা ঘুরে ঘুরে দেখলাম গৃহহীনদের জন্য বরাদ্দ নতুন ঘর নির্মাণ কাজের মান খুব ভালো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ প্রকল্প এটি। যেকারণে গুরুত্বসহ আমরা গৃহনির্মাণ কাজ দেখভাল করছি। আশা করি, দ্রুত কাজ শেষ করে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ভূমি ও গৃহহীনদের জন্য সালথায় প্রথম পর্যায় ৩৫টি ও প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে ১৬৫টি ঘর বরাদ্দ দেয় সরকার। আর দ্বিতীয় পর্যায় দুই শতাধিক নতুন ঘরের কাজ চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/১১জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :