সাতক্ষীরার গ্রামে গ্রামে করোনার উপসর্গ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০২১, ২২:০০

করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী হার শনাক্তের মধ্যে সাতক্ষীরার গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে করোনার নানা উপসর্গ। বাড়িতে বাড়িতে দেখা দিয়েছে- জ্বর, সর্দি, কাশি গায়ে ব্যথা শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ নানা উপসর্গ। জেলায় সপ্তাহব্যাপী লকডাউনের মধ্যেও গ্রামজুড়ে এই উপসর্গের কারণে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় শনিবার থেকে লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানোর কথা রয়েছে।

লকডাউনের আওতায় থাকলেও সাতক্ষীরার গ্রামে যথাযথভাবে বাধা নিষেধ মানা হচ্ছে না। ফলে বাড়িতে বাড়িতে ছড়িয়ে গেছে করোনার নানা উপসর্গ। গ্রামের বাসিন্দারা এসব উপসর্গকে ‘সিজন্যাল অসুখ’ মনে করছেন। তারা হাসপাতালে কিংবা ডাক্তারের কাছে যেতে অনাগ্রহ প্রকাশ করে গ্রামের হাতুড়ে দেওয়া ওষুধ খাচ্ছেন। গ্রাম এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা লাইসেন্সবিহীন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন কম খরচে। জরুরি অবস্থা না হলে তারা আর শহরে চিকিৎসা নিতে আসছেনই না।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনা উপসর্গ দেখা দিলেও গ্রামের মানুষ নানা ধরনের সামাজিক কারণ দেখিয়ে তা চেপে রাখছেন। তারা স্বাস্থ্যবিধি না মেনেই হাটে বাজারে এমনকি আত্মীয়-স্বজনের বাড়িতে স্বাভাবিকভাবে যাতায়াত করছেন।

এ প্রসঙ্গে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা বলেন, তাদের মধ্যে সচেতনতার অভাব বেশি। লকডাউনের বাধা নিষেধ মানা হচ্ছে কিনা তা দেখতে গ্রামে গেলে তারা মাস্ক ব্যবহার করেন। কিছু সময় পর তারা তা খুলে ফেলছেন।

তিনি জানান, করোনা সংক্রমণরোধে গ্রামে গ্রামে প্রতিরোধ কমিটি গঠন করা হলেও গ্রামবাসী তার তোয়াক্কা করছেন না। ফলে সর্দি কাশিসহ নানা উপসর্গ ছড়িয়ে পড়েছে।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, সাতক্ষীরায় করোনায় আক্রান্ত হয়ে এ যাবত ৪৯ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২৩৯ জন। মৃতদের বেশিরভাগই গ্রাম এলাকার বাসিন্দা। তারা রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে গ্রামে আসার পর আক্রান্ত হন করোনায়। এভাবেই গ্রামে গ্রামে করোনা ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার কলারোয়ায় আক্রান্ত ১২ জন করোনা রোগীর বেশিরভাগের বাড়ি পৌর এলাকার বাইরে। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বৈকারি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে ও সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান। এছাড়া করোনায় মারা গেছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগ নেতা ইলিশপুর গ্রামের খায়বার হোসেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে গতবছর মৃত্যুবরণ করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি। এছাড়া করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণ শেষে সুস্থ হয়েছেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাংবাদিক অরুণ ব্যানার্জি, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বরুণ ব্যানার্জি, সাংবাদিক দীলিপ দেব, হাবিবুর রহমানসহ অনেকেই।

সীমান্তবর্তী ইউনিয়ন সোনাবাড়িয়া, কেড়াগাছি, কুশখালি, বৈকারি, ঘোনা, ভোমরা, দেবহাটাসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে করোনা উপসর্গ। অথচ তারা করোনা পরীক্ষা কিংবা চিকিৎসা গ্রহণ কোনোটিই করছেন না।

সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, বৃহস্পতিবার ২১১ জনের নমুনা সংগ্রহ করার পর ২০০টি পরীক্ষা করে ১১১ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৫৫ শতাংশেরও বেশি । এমন অবস্থায় লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। শুক্রবার সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দফা শেষ হচ্ছে। পুলিশ বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে যানবাহন ও বিনা কারণে চলাচল নিয়ন্ত্রণ করলেও গ্রাম এলাকায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ভোমরা স্থল বন্দরে ভারতীয় ট্রাকচালকরা পুলিশ ও বিজিবির বাধা সত্ত্বেও খোলামেলাভাবে চলাফেরা করছেন। এতে বেড়ে যাচ্ছে করোনা ঝুঁকি।

সিভিল সার্জন আরও জানান, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে লকডাউনের মেয়াদ ১৭ জুন মধ্য রাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :