গৃহকর্মীর গায়ে গরম মাড় ঢেলে চিকিৎসা, উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০২১, ২২:২৮

রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের এক গৃহকর্মীকে ভাতের গরম মাড় দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ওই গৃহকর্মীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেছে পুলিশ।

শুক্রবার বিকালে জাতীয় জরুরি সেবা সেল ৯৯৯ এ কল পেয়ে ওই গৃহকর্মীকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেলের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (​ওসিসি) ভর্তি করা হয়েছে। সেখানে সে চিকিৎসাধীন আছে।

৯৯৯-এ কল পেয়ে ওই গৃহকর্মীকে উদ্ধার করেন উত্তরা থানার উপ-পরিদর্শক (এসআই) কাঞ্চন রায়হান।

এসআই কাঞ্চন রায়হান জানান, নির্যাতনের শিকার ওই গৃহকর্মীর নাম নিয়াস। তার বয়স ১৮ বছর। পিতার নাম আতিকুল ইসলাম। তার বাবা মা রাজধানীর মিরপুরের রুপনগর এলাকায় থাকেন। এই ঘটনায় সুরভী নামে একজনকে আটক করা হয়েছে।

নির্যাতনের শিকার গৃহকর্মী ঢাকা টাইমসকে জানান, গত ‍বুধবার ৯ নম্বর সেক্টরের ৭/সি রোডের ২০ নম্বর বাসার পঞ্চম তলার একটি ফ্ল্যাটে গত এক বছর ধরে কাজ করেন। বিভিন্ন কারণে ওই বাসায় তিনি নির্যাতনের শিকার হতেন। এরই ধারাবাহিকতায় গত বুধবার ওই বাসার গৃহকর্তার মেয়ে সুরভী (২৫)ভাতেরগরম মাড় দিয়ে তাকে পুড়িয়ে দেন। এরপর তারা তাকে হাসপাতালে না নিয়ে বাসায় চিকিৎসা করার চেষ্টা করেন। কিন্তু এরমধ্যে তার অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি ওই বাসার এক প্রতিবেশি টের পেয়ে ৯৯৯ এ কল করে পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

শেখ হাসিনা বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার গহকর্মী নিয়াসের শরীর ৫ শতাংশ পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (​ওসিসি)তে রেফার করা হয়েছে। সেখানে তাকে ভর্তি রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১১ জুন/এআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

ছুটির দিনে রাজধানীর বিপণি কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :