দাগনভূঞায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০২১, ২২:৪৫

দাগনভূঞা পৌর শহরের নামার বাজার এলাকায় আগুনে পুড়ে ৩টি দোকান ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা।

স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। শুক্রবার ভোরে দোকানে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত শরীফ উদ্দিন রুবেল জানান, আগুনে দোকানে থাকা তার নগদ ১ লাখ টাকাসহ ১৮ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এছাড়া সেলুন দোকানদার দীলিপ চন্দ্র শীলের ১ লাখ টাকার মালামাল ও বেলাল হোটেলের মালিক বেলাল হোসেনের ১১ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে গেছে। আগুনে প্রকৃত ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপন করা হচ্ছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১১জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :