টিপস

হোয়াটসঅ্যাপে ‘ফাঁকা’ মেসেজ পাঠাবেন যেভাবে

প্রকাশ | ১২ জুন ২০২১, ১০:২২

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

আপনি চাইলে হোয়াটসঅ্যাপে 'ফাঁকা' মেসেজ পাঠাতে পারেন। তার বিশেষ কোনও কারণ না থাকলেও, মজার ছলে একবার টেস্ট করেও দেখতে পারেন। 

হোয়াটসঅ্যাপে অনেক জনপ্রিয় ফিচার্স রয়েছে। যা ইউজারদের অজানা। তার মধ্যেই চমৎকার একটি ফিচার্স হল, 'ব্লিঙ্ক মেসেজ’। অর্থাৎ আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যে কাউকে পাঠাতে পারেন ফাঁকা মেসেজ।

কীভাবে পাঠাবেন?

হোয়াটসঅ্যাপে ফাঁকা মেসেজ পাঠানোর জন্য অ্যাপের মধ্যে পৃথক কোনও অপশন নেই। যদিও, বিশেষ উপায়ে হোয়াটসঅ্যাপে আপনি চাইলে যে কাউকে ফাঁকা মেসেজ পাঠাতে পারেন। তবে, তার জন্য তৃতীয় কোনও অ্যাপের প্রয়োজন হবে না।

* স্মার্টফোনের ব্রাউজার থেকে গুগল ওপেন করুন।
* এবার সার্চ বারে কিছু একটা টাইপ করে এন্টার প্রেস করুন।
* সার্চ রেজাল্ট থেকে যে কোনও দুটি শব্দের মাঝে, ফাঁকা জায়গা সিলেক্ট করে কপি করুন।
* এবার হোয়াটঅ্যাপ ওপেন করে মেসেজে পেস্ট করুন।
* পেস্ট করার পরে সেন্ড করে দিন।

(ঢাকাটাইমস/১২জুন/এজেড)