অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জুন ২০২১, ১১:০৫ | প্রকাশিত : ১২ জুন ২০২১, ১০:৪১

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক।

নিহতরা হলেন- শিবালয় উপজেলার দক্ষিণ পাচুরিয়া ইন্দাজগহ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল আলিম (২৬) ও একই উপজেলার কান্দা সাকরাইল গ্রামের দিনেশ চন্দ্র হালদারের ছেলে দীপক হালদার (২৫)।

আহত অ্যাম্বুলেন্সচালক যশোর সদর উপজেলার গোপপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে রনি মিয়া (৩০)।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মনিরুল বলেন, ভাটবাউর এলাকার রহমান সিএনজি পাম্পের ১৫০ গজ পশ্চিমে যশোরগামী লাশবাহী অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো ছ-৭১-২৪৩৫) দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় মানিকগঞ্জ শহরগামী মোটরসাইকেলের (ঢাকা মেট্রো হ-১৪-৮৮১১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

তিনি আরো বলেন, অ্যাম্বুলেন্স চালক রনি মিয়া গুরতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল থানা হেফাজতে নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১২জুন/এজেড/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :