শাহজালাল বিমানবন্দরের রেস্টুরেন্টে ১২০ মরা মুরগি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জুন ২০২১, ১৯:৩৯ | প্রকাশিত : ১২ জুন ২০২১, ১৯:৩৭

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউজের পাশের একটি রেস্টুরেন্ট থেকে ১২০টি মরা মুরগি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে সাতজনকে।

শনিবার দুপুরে বিমানবন্দরের সীমানার ভেতরে থাকা রেস্টুরেন্টটিতে অভিযান চালিয়ে মুরগিগুলো উদ্ধার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক ঢাকাটাইমসকে বলেন, দুপুর তিনটার দিকে এপিবিএনের সদস্যরা রেস্টুরেন্টটিতে অভিযান চালায়। পরে সেখানে ২০০টি মুরগি পাওয়া যায়। এর মধ্যে ১২০টি মরা মুরগি উদ্ধার করা হয় এবং সাতজনকে আটক করা হয়। অভিযানের সময় সেখানে ম্যাজিস্ট্রেট ছিলেন। আমরা আটকদের ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠিয়েছি। সেখানেই তাদের বিচার হচ্ছে।

আটকদের মধ্যে রেস্টুরেন্টটির ম্যানেজার, স্টাফ ও মরা মুরগি বহন করা গাড়ির চালক রয়েছেন বলে জানান জিয়াউল হক।

ঢাকাটাইমস/১২জুন/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :