ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রকাশ | ১২ জুন ২০২১, ১৯:৫৭ | আপডেট: ১২ জুন ২০২১, ১৯:৫৯

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বন্দোরখোলায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম কামাল হোসেন (৩৮)।

 

শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত কামাল হোসেন ফরিদপুরের নগরকান্দার সেকান্দার মোল্লার ছেলে। তিনি শরিয়তপুর জেলায় বেঙ্গল গ্রুপের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে শিবচরের বাংলাবাজার ঘাট থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন কামাল হোসেন। এক্সপ্রেসওয়ের বন্দোরখোলা নামক স্থানে আসলে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় রাস্তার পাশের ব্লকে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

শিবচর থানার উপ-পরিদর্শক নূর আলম বলেন, রাত সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। চালকের মাথায় হেলমেট থাকা সত্ত্বেও গুরুতর আঘাত লেগে তার মৃত্যু হয়। নিহত কামাল কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।'

 

(ঢাকাটাইমস/১২জুন/ইএস)