৫০০ টাকার জন্য মাদ্রাসাছাত্রকে নির্যাতন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুন ২০২১, ২১:০৪

গাজীপুরের কালিয়াকৈরে ৫০০ টাকার জন্য এক মাদ্রাসাছাত্রকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে মাদ্রাসাশিক্ষক ও তার সহধর্মীনির বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে কালিয়াকৈর থানায় মাদ্রাসাশিক্ষক জুনায়েদ মিয়া ও তার সহধর্মীনির নামে একটি অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মৌচাক ইউনিয়নের কলাবাধা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহকে (০৭) মাদ্রাসাশিক্ষক জুনায়েদ মিয়া ৫০০ টাকা দিয়ে তার বাসায় স্ত্রীর কাছে রেখে আসতে বলেন। যাবার পথে আব্দুল্লাহ ওই টাকা হারিয়ে ফেলে। এ ঘটনা জানার পর মাদ্রাসাশিক্ষক জুনায়েদ মিয়া ও তার স্ত্রী আব্দুল্লাহকে ঘরের ভেতর আটকে হাত-পা বেঁধে মারধর করেন। এক পর্যায়ে ধারালো ছুড়ি দিয়ে তার গলাকেটে হত্যারে চেষ্টা করেন। এসময় আব্দুল্লাহর চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে আসেন। বিষয়টি ধামাচাপা দিতে মাদ্রাসার শিক্ষক জুনায়েদ মিয়া ও তার স্ত্রী গোপনে আব্দুল্লাহকে অনত্র সরিয়ে নিয়ে চিকিৎসা করান। কিন্তু তার অবস্থার অবনতি হলে তার পরিবারের লোকজনকে ডাকেন। পরে আহত মাদ্রাসাছাত্র আব্দুল্লাহকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আব্দুল্লাহর বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় ওই মাদ্রাসাশিক্ষক ও তার স্ত্রীর নামে একটি লিখিত অভিযোগ করেন।

এ ব্যপারে কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আজিম হোসেন জানান, বিষয়টির তদন্ত চলেছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১২জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :