শ্রেষ্ঠ সার্কেল অফিসার হলেন রাঙ্গুনিয়ার ছেলে এসপি আফতাব

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জুন ২০২১, ১২:৫১ | প্রকাশিত : ১৩ জুন ২০২১, ১২:১০

দেশের সকল পুলিশ ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে রাজশাহী রেঞ্জের আটটি জেলার মধ্যে ১৫টি পুরস্কার দেয়া হয়েছে। এর মধ্যে আটটি পুরস্কার পেয়েছে নওগাঁ জেলা পুলিশ।

যার মধ্যে গত জানুয়ারি-মার্চ মাসের সামগ্রিক মূল্যায়নে রাজশাহী রেঞ্জে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল (২য়) পুরস্কার পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) আফতাব উদ্দিন। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা রাজানগর গ্রামের কৃতী সন্তান।

গত ১০ জুন ভার্চুয়ালি অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন এ পুরস্কার ঘোষণা করেন। ঢাকা পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক প্রবর্তিত মানদণ্ডের ভিত্তিতে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে।

অন্য পুরস্কারগুলো হলো- শ্রেষ্ঠ সার্কেল (৩য়) অতিরিক্ত পুলিশ সুপার (নওগাঁ সদর সার্কেল) আবু সাঈদ, শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (২য়) ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্ত (৩য়) নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফয়সাল বিন আহসান, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) (১ম) সদর থানা মাহফুজুর রহমান, শ্রেষ্ঠ এসআই (২য়) বদলগাছী থানার কামরুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) (২য়) সদর থানার আলমগীর কবির ও শ্রেষ্ঠ এএসআই (৩য়) সদর থানার নুরুন্নবী ফিরোজ।

নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেন, ‘গত মে মাসে রাজশাহী রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বিবেচনায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ননএফআইআর প্রসিকিউশন, মামলা নিষ্পত্তি, মাদক ও অস্ত্র উদ্ধার, জিডি নিষ্পত্তি, নারী ও শিশু হেল্প ডেস্কে সাড়াদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জেলা পুলিশ। রাজশাহী রেঞ্জের আটটি জেলার মধ্যে ১৫টি পুরস্কারের মধ্যে আটটি পুরস্কার অর্জন করেছে নওগাঁ জেলা পুলিশ।’

তিনি আরও বলেন, ‘জেলা পুলিশের প্রতিটি সদস্যের পেশাদারিত্ব ও জনগণের সেবায় নিরলস পরিশ্রম ও জেলাবাসীর ঐকান্তিক সহযোগিতার কারণে এ অনন্য স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।’

(ঢাকাটাইমস/১৩জুন/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :