এরিকসেনের জন্য লুকাকুর প্রার্থনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুন ২০২১, ১২:৫৫

ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে হঠাৎ হার্ট অ্যাটাকে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়া ডেনিশ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেনের জন্য মাঠেই প্রার্থনা করেন বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু। এদিন ম্যাচে দুটো গোল করেন তিনি, প্রতিবার গোল করার পর ইন্টার মিলান সতীর্থের জন্য প্রার্থনা করেছেন লুকাকু।

উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে শনিবার রাতে রাশিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে জিতেছে বেলজিয়াম। এদিন দলের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন ২৮ বছর বয়সী তারকা ফুটবলার রোমেলু লুকাকু।

ম্যাচের দশম মিনিটে প্রথম গোলের দেখা পায় রেড ডেভিলরা। দলের হয়ে প্রথম গোলটা লুকাকুর। গোল করেই ক্যামেরার দিকে ছুটে যান তিনি। আর ডেনিস তারকা এরিকসেনের উদ্দেশ্যে বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি, ক্রিস।’ এরপর থমাস মিউনিয়েরের গোলে ম্যাচটা রাশানদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় বেলজিয়াম। ৮৮ মিনিটে আবারও এক গোল লুকাকুর।

আবারো ক্লাব সতীর্থের জন্য প্রার্থনা তিনি বলেন, ‘আমি আজ অনেক কাঁদছিলাম। আমার ভাবনা আর আমার হৃদয় এখন তার সঙ্গে আছে, কেবলই তার জন্য। তার সঙ্গে, তার দারুণ পরিবারের সঙ্গে দুটো বছর কাটানোর পর এ ঘটনায় বেশ ভয়ই পেয়ে গিয়েছিলাম। আশা করছি সে এখন ভালোই আছে।’

উল্লেখ্য, গ্রুপপর্বে নিজেদের পরের ম্যাচে বুধবার ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে রাশিয়া। আর পরেরদিন বৃহস্পতিবার ডেনমার্কের মাঠে খেলবে বেলজিয়াম।

(ঢাকাটাইমস/১৩জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :