মেহেরপুর সীমান্তে ৬ জনকে বাংলাদেশে পুশব্যাক

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জুন ২০২১, ১৪:৫৬ | প্রকাশিত : ১৩ জুন ২০২১, ১৪:২৪

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে অবৈধ পথে যাওয়া ছয় বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনী বিএসএফ। কাঁটাতারের বেড়ার গেট খুলে রবিবার ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেয়া হয়। ছয়জনের বাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।

প্রবেশকারীরা নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করে জানান, তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করে ভারতের পুলিশের হাতে আটক হয়। বিভিন্ন মেয়াদে সাজা খেটে তারা সম্প্রতি মুক্তি পায়। পরে বিএসএফ তাদেরকে বহরমপুর কারা হেফজাতে রাখে। সুযোগমতো শনিবার রাতে মুজিবনগর সীমান্তের কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদেরকে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়।

এই ছয়জন রাতের আঁধারে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে গিয়ে রাজশাহীগামী বাসে উঠে। বাসের চালক ও সুপারভাইজার বিষয়টি টের পেয়ে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে তাদেরকে বাস থেকে নামিয়ে দেয়। পরে সেখান থেকে তারা গন্তব্যের উদ্দেশ্যে পালিয়ে যায়।

বিষয়টি জানতে চাইলে ৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান বলেন, বিষয়টি আমাদের অজানা। তবে আমরা তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে খোঁজ নিব এবং সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হবে।

(ঢাকাটাইমস/১৩জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :