খালেদার জন্মদিনের তথ্য সংক্রান্ত নথি চেয়েছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জুন ২০২১, ১৫:৪৩ | প্রকাশিত : ১৩ জুন ২০২১, ১৪:৩৭
প্রতি বছরের ১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালন করেন খালেদা জিয়া (ফাইল ছবি)

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের তথ্য সংক্রান্ত সকল নথি তলব করেছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের সকল নথি আদালতে দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নাহিদ সুলতানা যুথি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

রিটের শুনানিতে বিরোধিতা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন খালেদার জন্মদিন উদযাপন বাংলাদেশের রাজনীতিতে বিতর্কিত একটি অধ্যায় হয়ে আছে। বিএনপির ভাষ্য অনুযায়ী, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন। তবে তার আরও জন্মদিনের হদিস পাওয়ায় আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিন ১৫ আগস্ট শোকের দিনটির মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই খালেদা এই ‘ভুয়া জন্মদিন’ পালন করেন। গত কয়েক বছর নানা কারণ দেখিয়ে বিএনপি এই দিনে কেক না কাটলেও ১৫ আগস্ট কোনো একটি কর্মসূচি রাখত, তবে গত দুই বছর ধরে কর্মসূচিও রাখছে না।

১৫ আগস্ট খালেদার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে যুবলীগ নেতা মামুনুর রশিদ হাইকোর্টে একটি রিট করেন।

রিট আবেদনে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করায় তাকে কেন সাজা দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়। এছাড়া খালেদা জিয়ার সকল শিক্ষাগত যোগ্যতা ও জন্ম নিবন্ধনের সকল নথি হাইকোর্টে দাখিলের নির্দেশনা চাওয়া হয়। রিটে স্বরাষ্ট্র্র সচিব, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি ও খালেদা জিয়াকে বিবাদী করা হয়।

ঢাকাটাইমস/১৩জুন/এআইএম/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :