সূচকের পতনে সপ্তাহের শুরু

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জুন ২০২১, ১৬:৩১ | প্রকাশিত : ১৩ জুন ২০২১, ১৫:৪১

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের দুই পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন। পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে দুই হাজার ৬৯ কোটি টাকা।

ডিএসই এবং সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে দুই হাজার ৬৯ কোটি সাত লাখ ৫৬ হাজার টাকা। এর আগে বৃহস্পতিবার ডিএসইতে দুই হাজার ৬৬৯ কোটি ২৫ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রবিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

রবিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৯০ কোটি এক লাখ ৪৮ হাজার ৮০৯ টাকা। যা আগের দিনের তুলনায় ১৪ কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩২২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৭টির। কমেছে ১৫২টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ৩৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ছয় পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১৯২ পয়েন্টে।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫২৮ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৫৫৪ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ২৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক আট পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭৪ পয়েন্টে। সিএসআই সাত পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৯ পয়েন্টে।

(ঢাকাটাইমস/১৩জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :