নোয়াখালীতে বিধিনিষেধ না মানায় ৪৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুন ২০২১, ১৭:১৮

করোনা সংক্রমণ রোধে নোয়াখালতে লকডাউন সফল করতে তৎপর রয়েছে প্রশাসন। বিধিনিষেধ না মানায় পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৩৯ হাজার ৯৯০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, লকডাউন সফল করতে জেলা প্রশাসকের কার্যালয়ের আটজন নির্বাহী হাকিমের নেতৃত্বে আটটি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। অভিযানকালে লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ৪৫টি মামলায় বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ৩৯ হাজার ৯৯০ টাকা জরিমানা করেছে। এছাড়াও শহরের একাধিক স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। বিভিন্ন যানবাহনকে করা হচ্ছে জরিমানা।

রবিবার সকালে নোয়াখালী পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সকাল থেকে দূরপাল্লার সকল যানবাহন বন্ধ থাকলেও নিত্য প্রয়োজনীয়দ্রব্য, জরুরি সেবা ও শিশু খাদ্য বহনকারী যানবাহন চলাচল করছে। কয়েকটি অটোরিকশা ও সিএনজিযোগে অফিসগামী লোকজন যাতায়ত করছে। তবে শহরের অলিগলি ও ভেতরের সড়কগুলোর ভিন্ন চিত্র। সিএনজি অটোরিকশাগুলো আগের মতো ৪-৫ জন যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। খোলা রয়েছে সকল ধরনের দোকানপাট। বাজারে আসা লোকজন মানছেন না স্বাস্থ্যবিধি।

(ঢাকাটাইমস/১৩জুন/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :