বোয়ালমারীতে ৬০ পরিবারকে খাদ্য সহায়তা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুন ২০২১, ২১:২৪

ফরিদপুরের বোয়ালমারীতে করোনা দ্বিতীয় ঢেউয়ে কর্মহীন হয়ে পড়া ব্যক্তি, প্রতিবন্ধী, ভ্যানচালক, দোকানদার ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি হেল্পলাইন নম্বর ৩৩৩-তে আবেদন করলে ৬০টি পরিবারকে এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। প্রতিটি খাবার প্যাকেটে ছিল ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তেল, এক কেজি পেঁয়াজ ও এক কেজি ডাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, বোয়ালমারী উপজেলায় এ বছর করোনায় নগদ টাকা ও চালসহ এক হাজার ৪০০ এর বেশি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সরকারি হেল্পলাইনে আবেদনের প্রেক্ষিতে তড়িৎ ৬০ পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক আবেদনে বোয়ালমারী উপজেলা প্রশাসন খাদ্য সহায়তা অব্যাহত রাখবে।

(ঢাকাটাইমস/১৩জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :