সাকিবকে নিয়ে মোহামেডানের সংবাদ সম্মেলন স্থগিত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ জুন ২০২১, ১৩:৪৮ | প্রকাশিত : ১৪ জুন ২০২১, ১৩:১৪

ঢাকা প্রিমিয়ার লিগের সাকিব আল হাসানের অখেলোয়াড়সুলভ আচরণের জের ধরে তিন ম্যাচ নিষিদ্ধ এবং পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসানকে। এরপর জানানো হয় ক্লাব কর্তৃক সংবাদ সম্মেলন করা হবে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত সেটা স্থগিত করা হয়েছে।

মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার কথা জানানো হয়। সোমবার বিকেল সাড়ে তিনটায় মোহামেডান ক্লাব প্যাভিলিয়নে হওয়ার কথা ছিল এই সংবাদ সম্মেলন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরে আবারও সংবাদ সম্মেলনের তারিখ ও সময় জানানো হবে।

উল্লেখ্য, ডিপিএলে এক অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটান বিশ্বসেরা অলরাউন্ডার। মোহামেডানের দেয়া ১৪৬ রানের জবাবে ব্যাট করতে নামে আবাহনী। ইনিংসের পঞ্চম ওভারে সাকিবের করা শেষ বল লাগে মুশফিকের প্যাডে। মোহামেডান অধিনায়কের আপিল নাকচ করে দেন আম্পায়ার। এরপরই এক অদ্ভুত কাণ্ড করে বসেন সাকিব। বাঁ-পায়ে লাথি মেরে স্ট্যাম্প ভেঙ্গে দেন।

ঘটনা এখানেই শেষ নয়, এদিনকার ম্যাচে বৃষ্টি শুরু হওয়ার আগেই আম্পায়ারের সিদ্ধান্তে খেলা বন্ধ করা হলে আবারে চটে যান সাকিব। দু-হাতে তিনটি স্ট্যাম্পই উপড়ে ফেলেন তিনি। ওই ঘটনাকে কেন্দ্র করে তিন ম্যাচে নিষেধাজ্ঞা এবং পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় সাকিবের।

(ঢাকাটাইমস/১৪জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :