কালিয়াকৈরে আগুনে পুড়ল ১৫ দোকান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুন ২০২১, ১৫:১৩

গাজীপুরের কালিয়াকৈরে আগুনে ১৫টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার সকালে উপজেলার মাঝুখান বাজার এলাকায় এ আগুন লাগে।

খবর পেয়ে স্থানীয় একটি জুতা তৈরির কারখানা থেকে টিম ফায়ার এক্সটিংগুইশার ৭০টি বোতল দিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাঝুখান বাজারের রাজু সুপার মার্কেটের একটি সেলুনের এসি থেকে ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন ছড়িয়ে পরে মার্কেটের অন্যান্য দোকানগুলোতে। এসময় মার্কেটের মোট ১৫টি দোকান ও মালামাল পুড়ে যায়।

(ঢাকাটাইমস/১৪জুন/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :