ওমানের বিপক্ষে মঙ্গলবার মাঠে নামছেন জামালরা

প্রকাশ | ১৪ জুন ২০২১, ১৭:২০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাইপর্বের নিজেদের শেষ ম্যাচে আগামীকাল(মঙ্গলবার) ওমানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাতারের দোহায় ওমানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিটে।

বিশ্বকাপ খেলার সম্ভাবনা আগেই শেষ হয়েছে জেমি ডের শিষ্যদের। তবে এখনো এশিয়ান কাপ খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। আর সে লক্ষ্যেই চালিয়ে যাচ্ছেন আপ্রাণ চেষ্টা। তবে পরিসংখ্যানটা পক্ষে কথা বলছে না।

বাছাইয়ের প্রথমপর্বে প্রথম ছয় ম্যাচে মাত্র একটিতে ড্র করে কাতারে শেষ তিন ম্যাচ খেলতে যায় জেমি ডের শিষ্যরা। দোহায় নিজেদের প্রথম ম্যাচে দারুণ ফুটবল উপহার দেয় লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। পিছিয়ে পড়েও আফগানদের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ম্যাচটি ড্র হয়। অবশ্য দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন বাংলাদেশের। হেরেছে ২-০ গোল ব্যবধানে।

উল্লেখ্য, বাছাইপর্বে এখন পর্যন্ত দুটো ম্যাচে ড্র করলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। তাই ওমানের বিপক্ষে জয় নিয়েই গ্রুপপর্বের খেলা শেষ করতে চায় জেমি ডের শিষ্যরা।

যদিও ওমানের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসটা সুখকর নয়। কেননা প্রথম লেগের ম্যাচে বড় পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা দলটির বিপক্ষে বড় ব্যবধানেই হেরেছে জামাল ভূঁইয়া বাহিনী। ওই ম্যাচে ৪-১ গোলে জিতে নেয় ওমান ফুটবল।

পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত উভয় দলই খেলেছে সমান ম্যাচ। ৭ ম্যাচে দুই ড্রয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে জেমি ডের শিষ্যরা। এদিকে দুইয়ে অবস্থান করা ওমানের সংগ্রহ ১৫ পয়েন্ট।

তবে পয়েন্ট টেবিলে এবং অতীত ইতিহাস যাই হোক না কেন, অন্তত একটি ম্যাচে জয় পাবে প্রিয় দল - এমনটাই প্রত্যাশা করছে বাংলাদেশের সমর্থকরা।

(ঢাকাটাইমস/১৪জুন/এমএম)