এনা পরিবহনের মালিকের সম্পদের হিসাব চেয়েছে দুদক

প্রকাশ | ১৪ জুন ২০২১, ১৮:৪৬ | আপডেট: ১৪ জুন ২০২১, ২০:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ও এনা পরিবাহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুনীতি দমন কমিশন-দুদক।

সোমবার দুদক প্রধান কার্যালয় থেকে তাকে এই নোটিশ দেয়া হয়েছে। নোটিশের বিষয়টি দুদকের জনসংযোগ বিভাগ থেকে ঢাকাটাইমসকে নিশ্চিত করা হয়।

নোটিশে বলা হয়, খন্দকার এনায়েত উল্লাহ এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদেরর স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন।

এ ছাড়া তিতাস গ্যাসের সাবেক বিক্রয় সহকারী ও সিবিএর সাবেক সাধারণ সম্পাদক ফারুক হাসানকেও নোটিশ দেয়া হয়েছে। দুজনকেই এই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে কমিশনে হিসাব দাখিল করতে বলা হয়েছে।

বেধে দেয়া সময়ের মধ্যে সম্পদ বিবরণ দাখিল করতে ব্যর্থ হওয়া প্রসঙ্গে ওই চিঠিতে বলা হয়, যদি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন অথবা মিথ্যা বিবরণী দাখিল করেন, তাহলে দুর্নীতি দমন কমিশন আইনের ধারা ২৬ এর উপধারা (২) মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১৪জুন/এসআর/ইএস)