টিপস

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ পড়ার সহজ উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুন ২০২১, ০৯:৩৫

একবার মেসেজ ডিলিট হলে হোয়াটসঅ্যাপ অফিশিয়াল অ্যাপ থেকে সেই মেসেজ পড়ার কোন উপায় থাকে না। যদিও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে অ্যানড্রয়েড গ্রাহকরা হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ পড়তে পারবেন। যদিও এই অ্যাপ ডাউনলোড করলে ফোনের সুরক্ষার সঙ্গে আপোষ হওয়ার সম্ভাবনা থাকছে। তাই নিজে ঝুঁকি নিয়ে এই অ্যাপ ব্যবহার করুন।

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ পড়ার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নোটিসেভ অ্যাপ। এই অ্যাপ ডাউনলোড করে নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করলেই হোয়াটসঅ্যাপের ডিলিট হওয়া মেসেজ পড়া যাবে। শুধুমাত্র টেক্সট মেসেজ নয়, নোটিসেভ অ্যাপ ব্যবহার করে ডিলিট হওয়া ছবি ও ভিডিও দেখে নেওয়া যাবে। নোটিসেভ থেকে ডিলিট হওয়া হোয়াটসঅ্যাপ মেসেজ পড়বেন কীভাবে? দেখে নিন।

স্টেপ ১। প্লে স্টোর থেকে নোটিসেভ অ্যাপ ডাউনলোড করুন। শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকরাই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।

স্টেপ ২। নোটিসেভ ইনস্টল করে লগ ইন করুন।

স্টেপ ৩। লগ ইন করে নোটিসেভ অ্যাপের হোম স্ক্রিন ওপেন করুন।

স্টেপ ৪। এবার হোয়াটসঅ্যাপ আইকন সিলেক্ট করলে আপনি সব ডিলিট হওয়া মেসেজ দেখতে পাবেন।

স্টেপ ৫। নির্দিষ্ট কোন ব্যক্তির পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ দেখতে হলে কনট্যাক্ট ফিল্টার ব্যবহার করুন।

এই ধরনের থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের ঝুঁকি থাকতে পারে। এই ধরনের অ্যাপ থেকে ফোনে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। তাই নিজের দায়িত্বে এই অ্যাপ ফোনে ইনস্টল করুন।

(ঢাকাটাইমস/১৫জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা