নোয়াখালীতে আরও ১৯১ জনের করোনা শনাক্ত

প্রকাশ | ১৫ জুন ২০২১, ১২:০২ | আপডেট: ১৫ জুন ২০২১, ১২:৩০

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালীতে নতুন করে ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৩ দশমিক ৫৭। যা জেলার জন্য একদিনে সর্বোচ্চ।

মঙ্গলবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ড. মাসুম ইফতেখার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৫৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে সদরের ১২৫, বেগমগঞ্জের ২০, সোনাইমুড়ীর তিন, চাটখিলের ছয়, সেনবাগের দুই, কোম্পানীগঞ্জের ২৭, সুবর্ণচরের এক ও কবিরহাটের সাতজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে নয় হাজার ৮৩৬ জনে দাঁড়িয়েছে।

জেলায় মোট সুস্থ হয়েছেন সাত হাজার ১৩০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থ্যতার হার শতকরা ৭২ দশমিক ৪৯। আইসোলেশনে রয়েছেন দুই হাজার ৪৭৯ জন ও শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতালে ভর্তি আছেন ৫৭ জন।

এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ জুন থেকে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে সাত দিনের বিশেষ লকডাউন ঘোষণা করে জেলা করোনা প্রতিরোধ কমিটি। এরপর দ্বিতীয় দফায় গত ১২ জুন আরও সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করে ওই কমিটি। তবে দুই দফায় লকডাউন শেষ হলেও কমছে না আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ।

(ঢাকাটাইমস/১৫জুন/পিএল)