পড়তে চাই রহস্যের উপসংহার

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
 | প্রকাশিত : ১৫ জুন ২০২১, ১৩:৩৬

একবার ভালোবেসে দেখো

ভালোবাসা খাঁটি না নকল,

সাগরে না ডুবলে কি বুঝবে

সে সাগর কতোটা অতল।

একবার বীজ বুনে দেখো

এ জমিন কতো উর্বর,

একবার চুমো মেখে দেখো

অধরে কী গভীর আদর।

একবার হাসি দিয়ে দেখো

হাসি জুড়ে কতো অনুরাগ,

তোমার সে সুহাসির ছন্দে

গোলাপেরা মেলছে পরাগ।

হৃদয়ের চোখের নজর

একবার ফেলো আরো কাছে,

দেখো কতো আবেগের ফুল

ফুলকির আলো জ্বেলে নাচে।

যেই গান কেবলি আমার

একবার গাও সেই গান,

কূহু ছাড়া বসন্ত শীতের

মাঝে থাকে কোন ব্যবধান?

একবার ফুল দিয়ে দেখো

সেই ফুলে কোন কথা ফোটে,

কথার কলি না ফুটলে

প্রজাপতি সে ফুলে কি জোটে?

হাতে হাত রেখে দেখো দেখি

শিরায় যে রক্তের খেলা,

তার গতি বেড়েছে যতোটা

সে কি পেলো তোমার অবহেলা?

সূর্যের তাপ শোষে যেমন

পাহাড়ের হিমচূড়া মুখ,

একবার মাথা রেখে বুকে

দেখো দেখি কী অপার সুখ।

একবার বলো কানে কানে

‘সব কথা হয়ে গেছে বলা,

দেহ আর হৃদয়ের ভাঁজ

সবি হলো একে একে খোলা।

কতো আর একই বই পড়বে

বাকি নেই কোনো দাড়ি কমা,

উপসংহারও তবে পড়ো

রহস্যে রেখেছি যা জমা।’

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :