সূচকের মিশ্র প্রবণতায় বেড়েছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুন ২০২১, ১৫:০৮

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে সবগুলো সূচকের মিশ্র প্রবণতা হলেও বিমা ও বস্ত্র খাতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের উল্লম্ফন লক্ষ্য করা গেছে। এদিন দেশের উভয় পুঁজিবাজারেই বেড়েছে লেনদেনের পরিমান। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৩২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা। এর আগে সোমবার ডিএসইতে এক হাজার ৭৪০ কোটি ১৬ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

মঙ্গলবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৯০ কোটি ৭৭ লাখ ১৯ হাজার ১৮৫ টাকা। যা আগের দিনের তুলনায় ১১ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩১৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৭টির। কমেছে ১৭৫টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক কিছুটা কমে অবস্থান করছে এক হাজার ২৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৭৬ পয়েন্টে।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এক পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৬৪ পয়েন্টে। সিএসইএক্স সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৫১৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৮৮৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬৩ পয়েন্টে। সিএসআই কিছুটা বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৪ পয়েন্টে।

(ঢাকাটাইমস/১৫জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :