চাকই বাজারে এজেন্ট ব্যাকিং সুবিধা নিয়ে এল ইউসিবিএল

প্রকাশ | ১৫ জুন ২০২১, ১৭:৪০ | আপডেট: ১৫ জুন ২০২১, ১৭:৪২

অভয়নগর (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

অভয়নগরে চাকই বাজারে এজেন্ট ব্যাকিং সুবিধা নিয়ে এল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এক অনাড়ম্বর উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাবের উপস্থিতিতে এর উদ্বোধন করা হয়।

ইউসিবিএল-এর কর্মকর্তা কামাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা উপশাখার রিজিওনাল কর্মকর্তা ভবেশ চন্দ্র বিশ্বাস, চাকই মরিচা ভবানীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মাসুদ হোসেন, ৬ নম্বর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক শওকত মল্লিক, শেখ আব্দুল ওহাব মডেল কলেজের হিসাব রক্ষক সাইফুল ইসলাম, সমাজসেবক সাইদ মল্লিক, ওমর ফারুক, শিক্ষক শামসুর রহমান, শরিফুল ইসলাম, ব্যবসায়ী সালাম হোসেন ও এলাকার গণ্যমান্যরা।

চাকই এজেন্ট ব্যাংকের প্রধান মাহি মেডিসিন কর্নারের স্বত্তাধিকারী রেজোয়ান আহম্মেদ বলেন, অত্র এলাকায় ইউসিবিএল-এর এজেন্ট ব্যাকিং প্রতিষ্ঠা হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবে।

(ঢাকাটাইমস/১৫জুন/পিএল)