‘শিল্পী সমিতি পরীমনিকে আইজিপির কাছে যেতে দেয়নি’

প্রকাশ | ১৫ জুন ২০২১, ১৯:৩৮ | আপডেট: ১৫ জুন ২০২১, ২০:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা বোট ক্লাবে হেনস্থার শিকার হওয়ার পর চিত্রনায়িকা পরীমনি পুলিশপ্রধান বেনজীর আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তবে প্রযোজক সমিতি ও শিল্পী সমিতি তাকে যেতে দেয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ।

মঙ্গলবার বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের আসেন পরীমনি। বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন-অর-রশিদও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

হারুন বলেন, ‘ঢাকা বোট ক্লাবে ঘটনার পর পরীমনি পুলিশ ও আইজিপি স্যারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন ঠিকই। কিন্তু প্রযোজক সমিতি ও শিল্পী সমিতি সেই সুযোগটা করে দেয়নি।এটিই শিল্পী সমিতির বিরুদ্ধে পরীমনির অভিযোগ ছিল।’

হারুন অর-রশীদ-বলেন, ‘মামলা রেকর্ড হওয়ার ১২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে পরীমনি বলেছেন, পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে এবং এটাও বলেছেন যে, তিনি (পরীমনি) আইজিপির কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং চলচ্চিত্র শিল্পীদের কাছে আবেদনও করেছিলেন। কিন্তু তার (আইজিপি) কাছে যেতে পারেননি। এরপরেও আইজিপি স্যার ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা তাৎক্ষণিকভাবে আসামিদের গ্রেপ্তার করি।’

বনানী থানায় পরীমনির অভিযোগের বিষয়ে ডিবির এই যুগ্ম-কমিশনার বলেন, ‘ঘটনার রাতে ৪টায় বনানী থানায় পরীমনি গিয়েছিলেন, কিন্তু ওই সময় ওসি সাহেব থানায় ছিলেন না। থানায় অসুস্থতাবোধ করার কারণ হলো সাময়িকভাবে পরীমনি বিষয়টি মেনে নিতে পারেননি। ওই সময় পরীমনি দ্রুত থানা পুলিশের সহয়তায় হাসপাতালে চলে যান।’

হারুন বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের পর পুলিশকে ধন্যবাদ দেয়ার জন্য পরীমনি তার বাসা থেকে ডিবি অফিসে ছুটে এসেছেন। উনি (পরীমনি) এসে ধন্যবাদ জানিয়েছেন এবং মামলার যাবতীয় বিষয় নিয়ে কথা বলেছেন। পরীমনি পুলিশের কাছে অনুরোধ করেছেন, মামলাটি যেন সুষ্ঠুভাবে তদন্ত হয়। যত বড় অফিসারই হোক আমরা কাউকে ছাড় দেব না। পুলিশ সব সময় চলচ্চিত্র সমিতি এবং যারা চলচিত্রের সঙ্গে জড়িত আছেন সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবে। তাদের যেকোনো সমস্যায় পুলিশ এগিয়ে যাবে।’

এই মামলায় আরও আসামি থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের আলোচিত এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৫জুন/এআর/জেবি)