বন্ড ইস্যু করবে এনসিসি ব্যাংক

প্রকাশ | ১৫ জুন ২০২১, ১৯:৫৮

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেড সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে ৭০০ কোটি টাকা সংগ্রহ করবে। এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিসি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, এনসিসি ব্যাংকের এই বন্ডের নাম হবে ‘এনসিসি ব্যাংক নন-কনভার্টিবেল সাব-অর্ডিনেটেড বন্ড-২’। বন্ডটি রূপান্তরযোগ্য নয়। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে।

ব্যাসেল-৩ এর শর্ত পরিপালনে টিয়ার-২ মূলধন বাড়াতে বন্ডে সংগৃহীত অর্থ ব্যবহার করা হবে।

সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন সাপেক্ষে আলোচিত বন্ড ইস্যু করা হবে।

(ঢাকাটাইমস/১৫জুন/এসআই)