আয় বেড়েছে ঢাকা ব্যাংকের

প্রকাশ | ১৫ জুন ২০২১, ২০:১০

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় বেড়েছে।

ঢাকা ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয়(ইপিএস)হয়েছে ৬৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি সমন্বিতভাবে আয় (ইপিএস) ছিল ৬৫ পয়সা ।

একই সময়ে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২২ টাকা ৩৩ পয়সা।

(ঢাকাটাইমস/১৫জুন/এসআই)