ময়মনসিংহে জজকোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুন ২০২১, ২০:৪৬

আদালতের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন করেছেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা জজকোর্ট প্রাঙ্গণে এ মানববন্ধন হয়।

জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন খান, সাবেক সাধারণ সম্পাদক মীর মিজানুর রহমান, আব্দুল ওয়াদুদ ভূইয়া, সৈয়দ এনায়েতুর রহমান, আতাউর রহমান মুকুল, মকবুল হোসেন, আবুল কালাম, আমিনুল ইসলাম খাইরুল প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন হযরত আলী।

বক্তারা বলেন, গণপরিবহন, শপিংমলসহ সকল সরকারি অফিস চালু রয়েছে। আমরাও চাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের আদালতের সকল কার্যক্রম চালু করা হোক।

এসময় বক্তারা দাবি করেন, আদালত সরাসরি পূর্ণাঙ্গ চালু না হলে বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তাই আইনজীবীরা সরাসরি আদালতের সকল কার্যক্রম চালুর দাবি জানান।

(ঢাকাটাইমস/১৫জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :