রাজবাড়ীতে অবহেলায় করোনা রোগীর মৃত্যুর অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুন ২০২১, ২১:৫৯

রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আয়নাল মিয়া (৫৭) নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ২০ জন রোগীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। গত এক সপ্তাহ যাবত রাজবাড়ীতে করোনা রোগীর সংক্রামণের হার বৃদ্ধি পাচ্ছে।

মঙ্গলবার বিকালে সদর হাসপাতালের ৩০ শয্যা ইউনিটে ওই রোগী মারা যায়। আয়নাল মিয়া রাজবাড়ী সদর উপজেলা বক্তাপুর গ্রামের সোবাহান মিয়ার ছেলে। এ নিয়ে রাজবাড়ীতে করোনায় মোট ৩৮ জনের মৃত্যু হলো।

মৃত আয়নাল মিয়ার বড় ভাই জয়নাল মিয়া জানান, জ্বর অবস্থায় তার ভাইকে ১২ জুন হাসপাতালে ভর্তি করেন। সোমবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তবে তার শারীরিক অবস্থা ভালো ছিল। হঠাৎ মঙ্গলবার বিকালে জানতে পারেন তার ভাই মারা গেছেন।

তিনি বলেন, ‘মূলত চিকিৎসা অবহেলার কারণে আয়নাল মারা গেছে।’ পারিবারিকভাবে আলোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান জয়নাল।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান, মারা যাওয়া ব্যক্তি ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন। তাছাড়া নিহতের স্বজনদের অভিযোগ মিথ্যা। চিকিৎসার কোনো ত্রুটি ছিল না।

(ঢাকাটাইমস/১৫জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :