রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৩ মৃত্যু

প্রকাশ | ১৬ জুন ২০২১, ০৯:১৮ | আপডেট: ১৬ জুন ২০২১, ১১:১৫

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে পাঁচজন করোনায় এবং আটজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এই ১৩ জনের মধ্যে আটজনের বাড়ি রাজশাহী জেলায়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের চারজন এবং কুষ্টিয়ার একজন মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদের পর থেকে রামেক হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। চলতি মাসের গত ১৫ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ১৫ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে ১৪৮ জন।

তাদের মধ্যে ৮৮ জনই মারা গেছে করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে তাদের অধিকাংশই করোনাভাইরাসে আক্রান্ত।

মারা যাওয়া মানুষের মধ্যে ১ জুন সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন আটজন, ৬ জুন ছয়জন, ৭ জুন ১১ জন, ৮ জুন আটজন, ৯ জুন আটজন, ১০ জুন ১২ জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন চারজন, ১৩ জুন ১৩ জন, ১৪ জুন ১২ জন এবং সর্বশেষ ১৫ জুন ১২ জন মারা গেছেন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে মৃত মানুষের তালিকায় যুক্ত হলো আরও ১৩ জনের নাম।

ঢাকাটাইমস/১৬জুন/এমআর