চায়ের দোকান থেকে গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জুন ২০২১, ১৫:০৬ | প্রকাশিত : ১৬ জুন ২০২১, ১৪:২৬

নওগাঁর রাণীনগরে এক চায়েরে দোকানে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম গাঁজা ও দেড় গ্রাম হেরোইন উদ্ধার এবং মাদক বিক্রয়ের ৯০০ টাকা জব্দ করেছে পুলিশ। এসময় আব্দুস সামাদ প্রামাণিক নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাতে উপজেলার মালশন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুস সামাদের বাড়ি উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামে। তাকে বুধবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, উপজেলার মালশন বাজারে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা করেন আব্দুস সামাদ প্রামাণিক নামে একজন। এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুস সামাদ পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে আটক আব্দুস সামাদের দেওয়া তথ্য মতে তার দোকানঘর তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা ও দেড় গ্রাম হেরোইন উদ্ধার এবং মাদক বিক্রয়ের ৯০০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুস সামাদের বিরুদ্ধে মাদক মামলা করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬জুন/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :