সূচকের উত্থান হলেও লেনদেনে রয়েছে মিশ্র প্রবণতা

প্রকাশ | ১৬ জুন ২০২১, ১৫:০১ | আপডেট: ১৬ জুন ২০২১, ১৫:১৩

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের দুই পুঁজিবাজারে সবগুলো সূচকের উত্থান হলেও লেনদেনে ছিলো মিশ্র প্রবণতা। এদিন দেশের উভয় পুঁজিবাজারেই বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে  দুই হাজার ১০৯ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৩২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা। এর আগে মঙ্গলবার ডিএসইতে দুই হাজার ৩২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৯ কোটি ১৭ লাখ ১৭ হাজার ৪৫১ টাকা। যা আগের দিনের তুলনায় ১১ কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৪টির। কমেছে ১২৯টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৫১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৮৩ পয়েন্টে।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৪১ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৫৫৮ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪৮ পয়েন্টে। সিএসআই ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭১ পয়েন্টে।

(ঢাকাটাইমস/১৬জুন/এসআই)